ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কোহলিকে আউট করার তথ্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ১ অক্টোবর ২০১৮

পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় ওয়াকার ইউনিস কিভাবে বিরাট কোহলিকে আউট করতেন সে তথ্য ফাঁস করেছেন। অফস্টাম্পের বাইরে বল রেখে ড্রাইভ করানোর চেষ্টা। এবং শর্ট অব লেংথে ফেলে আউটসুইং করানো। বিরাট কোহালির বিরদ্ধে বল করতে হলে এই পরিকল্পনা নিয়েই দৌড়ে আসতেন ওয়াকার ইউনিস।   

পাকিস্তানের কিংবদন্তি বোলারকে জিজ্ঞাসা করা হয়েছিল ভারত অধিনায়কের দুর্বলতা নিয়ে। ‘খালিজ টাইমস’-এ ওয়াকার জবাবে বলেছেন, “দেখুন, প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। আর কোহালি অনেক বারই অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হয়েছে। ও শুরুতে ড্রাইভ করতে ভালবাসে। তাই কোহালিকে বল করার সময় বুদ্ধি খাটাতে হবে। ওকে চ্যালেঞ্জ জানানো মোটেই ঠিক হবে না। বরং নিজের পরিকল্পনায় স্থির থাকতে হবে।”

কিন্তু ওয়াকারের পরিকল্পনা কী থাকত? তিনি বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিনগুলোয় ছিলাম আউটসুইং বোলার। আমি তাই অফস্টাম্পের বাইরেই বল রাখতাম। শর্ট অব লেংথে বল রেখে করাতাম আউটসুইং। ওঁকে ড্রাইভ করার আমন্ত্রণ দিতাম। আমার কাছে সম্ভবত এটাই একমাত্র আশা হতে পারত। কিন্তু, একবার ক্রিজে জমে গেলে ওকে ফেরানো কঠিন।”

২০১৪ সালে ইংল্যান্ড সফরে জেমস অ্যান্ডারসনও এই পরিকল্পনায় আস্থা রেখেছিলেন। বেশ কয়েকবার কোহালিকে আউটও করেছিলেন। সদ্য শেষ হওয়া পাঁচ টেস্টের সিরিজে অবশ্য অ্যান্ডারসন সাফল্য পাননি। স্লিপে যদিও বেশ কয়েকবার ক্যাচ পড়েছিল কোহলির। ওয়াকারের মতে, “কোহালি হল অসাধারণ ব্যাটসম্যান। সুনীল গাওস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকরের মতো কোহালিও গ্রেট হতে চলেছে।”

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি